Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়, নেত্রকোণা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম...............

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ


Recent Activities

          সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ জেলার কলমাকান্দা  উপজেলায় ৯টি প্রাথমিক সমবায় সমিতি এবং  দূর্গাপুর   উপজেলায় ৮টি প্রাথমিক সমবায় সমিতি লিঃ এর মোট সদস্য সংখ্যা  ৩৬০+৩২০=৬৮০ জন। ৬৮০ জন সদস্য সুবিধাভোগীকে  সুবিধা প্রদান করা হয়েছে ।

 

        সমবায়ের মাধ্যমে গারো সম্প্রদায় জীবনযাত্রার উন্নয়ন প্রকল্পে কলমাকান্দা উপজেলায়  ১০ টি এবং দূর্গাপুর উপজেলায় ১০  টি সমিতি রয়েছে।  কলমাকান্দা উপজেলায় ৪০০ জন এবং দূর্গাপুর উপজেলায় ৪০০ জন মোট ৮০০ জন সদস্য রয়েছে। ৮০০ জন সদস্য উপকার ভোগীয় ।

       সমবায়ের মাধ্যমে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাধ্যমে সদস্যদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। অত্র জেলাধীন বারহাট্টা উপজেলায় ৭৫টি , মোহনগঞ্জ ৬০টি এবং দূর্গাপুরে ০৬টি  সার্বিক গ্রাম উন্নয়ন  সমবায় সমিতি নিবন্ধিত হয়েছে।  মোট সমিতির সংখ্যা ১৪১ টি। সদস্য সংখ্যা বারহাট্টা ১৩৮৯০ জন, মোহনগঞ্জ ১৩৫০ জন এবং দূর্গাপুর ১২০ জন সদস্য রয়েছে। মোট সদস্য সংখ্যা ১৫,৩৬০ জন।